দুর্নীতিগ্রস্ত সিস্টেমে নিষ্পাপ সন্তানের বলিদান কেন: ড. তুহিন মালিক


অনলাইন ডেস্ক : প্রতিবার কেন আমাদের নিষ্পাপ সন্তানরাই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের হিংস্র ছোবলে তাদের জীবনের বলিদান দেবে? আর কতটা নিষ্পাপ প্রাণের বিনিময়ে দুর্নীতির শৃঙ্খলিত সিস্টেমের পরিবর্তন হবে?”—এমন তীব্র প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী ও ইসলামী চিন্তাবিদ ড. তুহিন মালিক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করে বলেন, “নিষ্পাপ প্রাণ ঝরে যাচ্ছে একের পর এক। কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র আজও জবাবদিহিতাহীন, অদূরদর্শী ও মানবিকতাবিবর্জিত।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।