ইত্তেহাদ নিউজ,ঢাকা : উত্তরায় মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের জন্য সেচ্ছায় রক্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জাতীয়বাদী যুবদল।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বুথে এই কার্যক্রম উদ্ভোধন করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপি সবসময় মানবিক দুর্যোগে পাশে থাকে। গতকাল মাইলস্টোন কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনার তাতক্ষণিকভাবে সেখানে উদ্ধার অভিযানে কাজ করেছি। একইসঙ্গে যুবলদের পক্ষ থেকে একাধিক মেডিকেল টিম গঠন করি। মেডিকেল টিমগুলো পাশাপাশি বিভিন্ন হাসপাতালে চিকিতসা সহায়তা হিসেবে কাজ করেছে।
তিনি আরও বলেন, তার ধারাবাহিকতা আজকে আহত শিক্ষার্থীদের জন্য আজকে রক্ত সংগ্রহের কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমাদের ৪০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে। তার মধ্যে ১০ ব্যাগ নেগেটিভ রক্ত সংগ্রহ হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত