ফিচার

মা তুমি কি রাতে আমার সঙ্গে থাকবে?,আমারে রাইখা আমার ছামীম জান্নাতে চইলা গেল

samim
print news

অনলাইন ডেস্ক : সর্বশেষ আমার হাতে পানি খেয়ে আমার ছামীম হাসপাতালের বিছানায় শুয়ে বলেছিল, মা তুমি কি রাতে আমার সঙ্গে থাকবে? কিন্তু না, কোনো রাতেই আর থাকতে পারবো না আমার কলিজার টুকরার সঙ্গে, সব শেষ। আর পানি খেতে চাইবে না। অনেক কষ্ট পেয়ে মরছে আমার ছেলে। আল্লাহ কোনো সন্তানকে এমন কষ্টের মরণ দিও না। ঢাকায় আছড়ে পড়া বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ছামীমের মা জুলেখা বেগম কান্দনরত অবস্থায় প্রতিবেদককে এসব কথা বলছিলেন। ছামীমের মা বলেন, আমার স্বামী সৌদিতে থাকতেন। ছামীমও বাবার সঙ্গে থাকতো। ৩ বছর আগে সে বাংলাদেশ আসে। গত জানুয়ারিতে তাকে মাইলস্টোনে ভর্তি করি। সব ভালোই চলছিল, এর মধ্যে গত বছর ডিসেম্বরে ওর বাবা অসুস্থ হয়ে মারা যান। সৌদিতে বিভিন্নজনের কাছে ছামীমের বাবার অনেক টাকা পাওনা ছিল। ছামীম আমাকে বলেছিল মা তোমাকে নিয়ে সৌদি যাই, আমাকে সবাই চেনে সেখানে। আমি গেলেই সবাই আমাদের পাওনা টাকা দিয়ে দেবে। সেই অনুযায়ী ছেলের পাসপোর্ট রিনিউ করলাম। কিন্তু সব আশা নিমিষেই শেষ। আমার পা টিপে বলতো আমার আম্মুর পায়ের নিচে আমার জান্নাত, আমারে রাইখা আমার ছামীম জান্নাতে চইলা গেল আর কেউ আমার পা টিপে দেবে না।

নিহত ছামীমের মামা সাইফুল ইসলাম বলেন, সোমবার বিমান দুর্ঘটনায় দগ্ধ ছামীমকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। মঙ্গলবার সকালে তার মরদেহ শরীয়তপুরে নিয়ে আসি। পরে তার দাদাবাড়ি ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালিতে সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তার বাবা আবুল কালাম আজাদের কবরের পাশে দাফন করা হয়।
ছামীমরা ৩ ভাই বোন। বড় বোন কনিকা আক্তার (২৭), মেজো ভাই মোহাম্মদ জাহিদ (২৪) ও ছামীম (১৩)। ছামীম পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকতো। তিন বছর আগে মায়ের সঙ্গে দেশে ফিরে আসে। মা, ভাই ও বোনের সঙ্গে উত্তরাতে থাকতো। চলতি বছর জানুয়ারিতে সে মাইলস্টোন স্কুল শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। তার বাবা সৌদি আরবে ব্যবসা করতেন। গত বছর ডিসেম্বর মাসে অসুস্থ হয়ে তিনি সৌদি আরবে মারা যান। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাহেরুল হক বলেন, ঢাকা মাইলস্টোন কলেজ বিমান দুর্ঘটনায় শরীয়তপুরের এক শিক্ষার্থী মারা গেছে। তার পরিবারের খোঁজখবর নিয়েছি। তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, উপজেলা প্রশাসন তাদেরকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.