লিটন বাশারের মা রেনু বেগমের দাফন সম্পন্ন


বরিশাল অফিস : বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক ব্যুরো প্রধান মরহুম লিটন বাশারের মা রেনু বেগম (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…. রাজিউন)।
তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার বাদ যোহর মরহুমার জানাজা শেষে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙামানিক গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমা রেনু বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী,সাধারন সম্পাদক মামুন অর রশিদসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।এছাড়া শোক প্রকাশ করেছেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক খলিলুর রহমান সহ সদস্য বৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।