বাংলাদেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়:জয়নুল আবদিন ফারুক


অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে, তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দাঁড় করিয়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামের বন্ধুরা এক সময় আমাদের পাশে ছিলেন। আমরা কাউকে অবহেলা করতে চাই না, কিন্তু যখন বাংলাদেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, তখনই নানা বাহানায় নির্বাচনের বিরোধিতা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কেউ বলছে পিআর দরকার, কেউ বলছে সংবিধান সংশোধন ছাড়া নির্বাচনে যাবে না। এইসব অজুহাত ভিত্তিহীন।
সরকারের উদ্দেশে ফারুক বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান ভালো উদ্যোগ, কিন্তু ২ হাজার কোটি টাকার চাঁদাবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। গত ১১ মাসে কে কী করেছে, সেই হিসাব দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বিএনপির নেত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন করেছেন। তারেক রহমান ১৬ বছর দেশের বাইরে থেকেও গণতন্ত্রের জন্য কাজ করেছেন। অথচ আজও সুষ্ঠু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি।
তিনি বলেন, গ্রামগঞ্জে, চায়ের দোকানে, পাড়ায়-মহল্লায় মানুষ প্রশ্ন করছে—নির্বাচনের তারিখ কবে? শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসের মধ্যে এরশাদের ১০ বছরের দমন-পীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন, অথচ আজ ১১ মাস পেরিয়ে গেছে, কোনো নির্বাচন নেই।
বিএনপির এ নেতা বলেন, আমরা চুরি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে দিয়ে সরকার গঠনের দিন শেষ। আমাদের কর্মীরা যদি কোনো অপরাধ করে, দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। অথচ যুবলীগ নামধারীরা দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে। বিএনপির অনেক কর্মী রিকশা চালিয়ে জীবন চালাচ্ছে, কিন্তু গণতন্ত্রের লড়াই থেকে সরে যায়নি।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমান, চাঁদাবাজদের ধরুন, আইন-শৃঙ্খলা ঠিক রাখুন এবং দ্রুত নির্বাচনের তফশিল ঘোষণা করুন। অস্থিতিশীলতা আর নয়। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হোক—এটাই আজকের চাওয়া।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডা. এম ইসলাম বাদল তালুকদার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।