রাজনীতি

১৭ বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছে তারা এখনো বহাল: ছাত্রদল সম্পাদক

Comilla chatradol sec 6890c13f47fd6
print news

ইত্তেহাদ নিউজ,কুমিল্লা:  ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, গত ১৭ বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছে কুমিল্লার মুরাদনগরে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা প্রকাশ্যেই এলাকায় ঘুরাঘুরি করছে।সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মুরাদনগরে থানা ভাঙচুর এবং ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক ছিদ্দিকীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় কারাবন্দি মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে দেখতে এসেছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগরে ইতিবাচক রাজনীতি নেই। উপদেষ্টা আসিফ মাহমুদ তার পছন্দমতো মুরাদনগরকে পরিচালনা করছেন। মুরাদনগরে ফ্যাসিবাদ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জেলখানায় না থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে। আমি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ১৩ নেতাকর্মীকে মুক্তির দাবি জানাই। এ সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মুরাদনগর থানার ওসির প্রত্যাহার দাবি করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলখানায় সাক্ষাৎ শেষে নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.