জন্মদিনের আগেই কেক কাটলেন পরীমনি


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ঢালিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি প্রতি বছরই ঘটা করে নিজের জন্মদিন পালন করে থাকেন। আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। কিন্তু তার আগেই গত সোমবার রাতে তার জন্মদিন পালন করেন।
অভিনেত্রীর পরিচিত মেকআপ আর্টিস্ট অর্ক তাকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ দেন। তবে পরীমনি এবার জন্মদিনে দেশে থাকছেন না। দেশের বাইরে যাওয়ার আগে জন্মদিনের শুরু হয় তার প্রথম উদযাপন। আর এই প্রথম কেক কাটার আয়োজনে সারপ্রাইজ দিলেন অর্ক।
এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমনি। যেখানে তিনি অর্কের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা তুলে ধরেছেন। বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি নেটিজেনদের মাঝে নজর কেড়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে পরীমনি তার পোস্টে লিখেছেন, ২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেলল অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না। তিনি বলেন, অর্কর সঙ্গে আমার পরিচয় কাজের সুবাদে। ও মেকআপ আর্টিস্ট। ঢাকায় ও একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি, ওর বাসাও এখানেই। অভিনেত্রী বলেন, ও খুব ভালো রান্নাও করতে পারে। এক এলাকায় থাকায় মাঝে মধ্যে খাবারদাবার আদান-প্রদান হয় আমাদের।
অর্ক সম্পর্কে পরীমনি আরও বলেন, দিন দিন ও খুব আহ্লাদি হয় যায় আমার কাছে। ভাইয়ের মতো। ওর ছোট ছোট অনেক আবদার থাকে ১২ মাস আমার কাছে। তেমনই এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হয়েছে আমাকে। গিয়ে দেখি এই অবস্থা।
অভিনেত্রী বলেন, আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! আমি সারাজীবন তোদের সঙ্গে নিয়ে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। থ্যাংক ইউ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক। প্রথম উদযাপন বলে জানান পরীমনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।