ইত্তেহাদ নিউজ,অনলাইন : নানা ধরনের হস্তক্ষেপ, সিন্ডিকেটের প্রভাব ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম।
রোববার (৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীতে সংস্থাটির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড সদস্য কমোডর (অব.) শাহে আলম, ডা. শেখ জাফর এবং অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ উপস্থিত ছিলেন।
গত মার্চে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মেজর জেনারেল (অব.) আজিজুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পরই সংস্থাটিতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম, দাপ্তরিক সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহার বন্ধে কাজ শুরু করেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডা. আজিজুল ইসলাম বলেন, বিগত ১৫–২০ বছর ধরে রেড ক্রিসেন্ট সোসাইটিতে কয়েকজন কর্মকর্তা একটি সিন্ডিকেট তৈরি করে নিয়োগ, বদলি, চুক্তি নবায়ন (এক্সটেনশন) ও টেন্ডার বাণিজ্য করে আসছিলেন।
তার ভাষায়, “বর্তমান ম্যানেজিং বোর্ড দায়িত্ব নেওয়ার পর আমরা এসব অনিয়ম বন্ধ করতে সক্ষম হই। এতে যারা বছরের পর বছর অবৈধ সুবিধা নিয়ে আসছিলেন, তারা ক্ষুব্ধ হয়ে মিথ্যাচার ছড়ানো ও আমার বিরুদ্ধে কানভারি শুরু করেন।”
তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার সময় প্রতিষ্ঠানটি প্রায় ১০০ কোটি টাকার দেনায় ডুবে ছিল। তিনি বলেন, “আমার নেতৃত্বে দেনা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধারাবাহিকভাবে তা পরিশোধও চলছে।”
এছাড়া সংস্থাটিকে আধুনিকায়ন ও পুনর্গঠনের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলেও সিন্ডিকেটের বাধা ও বিভিন্ন ধরনের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
ডা. আজিজুল ইসলাম বলেন, “সিন্ডিকেটের প্রভাব ও বহুমুখী হস্তক্ষেপের কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা কঠিন হয়ে উঠেছিল। তাই স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।”
রেড ক্রিসেন্ট সোসাইটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান পরিচালনায় কী ব্যবস্থা নেওয়া হবে-তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত