ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমরা এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি, আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। এটি প্রাথমিক বিজয়, রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না।
আজ সন্ধ্যায় তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়ে এ দাবি তোলেন নুরুল হক নুর।
তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা আসাদুজ্জামান খাঁন কামাল নয়, ভারতে পলাতক সকল আওয়ামী লীগ নেতাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বদাতারা ফাঁসির মুখোমুখি হবেন। তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত