বাংলাদেশ বরিশাল

বরিশালে অপসোনিনের শ্রমিকদের দুপক্ষের মুখোমুখি অবস্থান

bsl photo
print news

বরিশাল অফিসবরিশালে অপসোনিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সামনে শ্রমিকদের দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান ঘিরে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।

চাকরি পুনর্বহালের দাবিতে এক পক্ষের সড়ক অবরোধ আর অপর পক্ষের কাজে যোগদানের চেষ্টা। এই দ্বন্দ্বে অচল হয়ে পড়ে নগরীর বগুড়া রোড। এসময় ওই সড়কে বন্ধ ছিল যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়তে হয় চলাচলকারীদের।এদিকে, চাকুরিচ্যুত শ্রমিকদের পক্ষে সমর্থন দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলসহ বেশ কিছু ট্রেড ইউনিয়ন নেতারা।

জানা যায়, চাকরিচ্যুত শ্রমিকরা গত ১৮ দিন ধরে কারখানার সামনের সড়ক অবরোধ করে চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন। অপরদিকে প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।কাজে যোগ দিতে আসা আইভি ফ্লুইড বিভাগের শ্রমিক হাসিব বলেন, ‘সকালে কারখানায় ঢুকতে গেলে তাদের বাধা দেওয়া হয়। যাদের চাকরি রয়েছে তারা যেন কাজ করার সুযোগ পান সেই দাবি জানান তিনি।’

অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, ‘বিনা নোটিশে তাদের ৫৭০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। মঙ্গলবার তাদের আন্দোলনের ১৮তম দিনে মালিকপক্ষের হয়ে কর্মরত শ্রমিকরা আন্দোলন পন্ড করার চেষ্টা চালায়।’

এদিকে এ ঘটনায় সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অনিন্দ কুমার সরকার জানান, ‘শ্রম আইন মেনে অপসোনিনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ জন শ্রমিককে অবসান দেওয়া হয়েছে। তাদের মধ্যে অর্ধেক শ্রমিক পাওনা বুঝে নিয়েছেন। কিন্তু কিছু শ্রমিক ও বহিরাগতরা অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছেন।

তিনি আরেও জানান, ‘এতে করে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে। ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দিতে পারে।সমাজতান্ত্রিক দল বরিশালের সদস্য সচিব মনীষা চক্রবর্তী জানিয়েছে, ‘ট্রেড ইউনিয়ন গঠনের পরপরই শ্রমিকদের ছাঁটাই শুরু করেছে অপসোনিন, যা একদমই অগণতান্ত্রিক ও অযৌক্তিক আচরণ। তাদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে না নিলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.