তিন দশক জীর্ণ ছাউনির নিচে বসবাস জরিনার
ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩০ বছর জীর্ণ ছাউনির নিচে বসবাস করে আসছেন জরিনা বেগম (৬৩)। সরকারের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেতে বছরের পর বছর ঘুরেছেন। কিন্তু পাননি সরকারি আবাসের সুখ। ভাগ্যাহত হয়ে বাক্-প্রতিবন্ধী স্বামী ও মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ৩০ বছর ধরে এভাবে বসবাস করছেন জরিনা। ঠাকুরগাঁওয়ের হরিপুরের যাদুরানি বাজারের কুমার পুকুর এলাকায় সড়কের পাশে এমন দৃশ্য […]