পাঁচবিবিতে পানি নিষ্কাশনের রাস্তায় মাটি ভরাটে বাধা দেওয়ায় মারপিটের অভিযোগ
জুয়েল শেখ ,জয়পুরহাট :জয়পুরহাটের পাঁচবিবিতে গ্রামের পানি নিস্কাশনের রাস্তা মাটি দিয়ে ভরাট করা কালে বাধা দেওয়ায় মারপিটের অভিযোগ পাওয়া গেছে।রোববার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কামাল উদ্দিন জানান, রতনপুর সরকারপাড়া গ্রামে বসবাসকারী লোক জনদের বাড়ীর পানি যাওয়ার রাস্তা বন্ধ করে পুকুর পাড় বাঁধেন ঐ গ্রামের জামাল সরকারের ছেলে নাদিম […]