রাজাপুরে ব্রীজের মালামাল চুরি: জড়িত সড়ক ও জনপথের রবিউল
ইত্তেহাদ রিপোর্ট : ঝালকাঠি জেলার রাজাপুরের রাজাপুর বাজার ব্রীজের মালামাল চুরি ।থানায় লিখিত অভিযোগ।জড়িত সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারি রবিউল ইসলাম। চুরির বিষয়টি অস্বিকার করে রবিউল বললেন চুরি রোধে আমি মালামাল গুলো নিয়েছি।অথচ ব্রীজটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিইডি বিভাগ নির্মান করছে। নির্মানাধীন ব্রীজের ঠিকাদারী প্রতিষ্ঠান মুনমুন কনস্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন ৪ এপ্রিল রাজাপুর থানায় লিখিত […]