প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
কটিয়াদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত কর্তনের প্রতিবাদে মানববন্ধন
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) :কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নকে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে৷ সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় গচিহাটা বারে ঘন্টাব্যাপী মানববন্ধনে হাতে প্লেকার্ড নিয়ে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়৷ এছাড়াও একি স্থানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর ব্যানারে পৃথক আরো একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়৷ সোমবার ৫ ফেব্রুয়ারী সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এই কর্মসূচি চলে। পরে হাজারো মানুষের বিক্ষোভ মিছিলটি গচিহাটা বাজার ঘুরে কলেজ মাঠে এসে শেষ হয়। এসময় উপস্থিত মানুষ এই পৈশাচিক বর্বর ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিচার দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর,সহস্রাম ধূলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, শাখাওয়াত হোসেন টিপু, চান্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন,ডাক্তার নূরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ সহ আরো অনেকেই। উল্লেখ্য গত বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি রাত পৌনে নয়টার দিকে সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে কাছারিপাড়া মোড়সংলগ্ন এলাকায় কুপিয়ে নয়ন মিয়ার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। তিনি এখন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন। নয়ন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ -সভাপতি। তার পিতা শাহজাহান ইউনিয়ন আ'লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান। তারা সতরদ্রোন গ্রামের বাসিন্দা। শনিবার কটিয়াদী থানায় হত্যাচেষ্টা ও অঙ্গহানির অভিযোগে মামলাটি করেন নয়নের ভাই শফিকুল ইসলাম। মামলার পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে ১৯ জনকে। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত
© Copyright, All Rights Reserved, Etihad.News