মুকসুদপুরে নিরাপদ মহাসড়ক, চুরি-ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ওপেন হাউজ ডে


মুকসুদপুর প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে নিরাপদ মহাসড়ক, চুরি-ডাকাতি ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।ভাঙ্গা হাইওয়ে থানার আয়োজনে, সোমবার ( ৫ই ফেব্রুয়ারী) সকালে মুকসুদপুর কলেজ মোড়ে, এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাইদ খায়রুল আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর রিজিওন হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।ভাঙ্গা হাইওয়ে থানার এস আই আবদুল্লাহ আল বাকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর পৌরসভার মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা। এছাড়াও বক্তব্য রাখেন, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, সাংবাদিক আরেফিন মুক্তা, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন সহ প্রমূখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news