অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ আদৌ রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কি না, তা আগে আদালতে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুক্রবার (২৫ এপ্রিল) ইনকিলাব মঞ্চ আয়োজিত শহীদি সমাবেশে তিনি বলেন, “যে যুক্তিতে নাৎসি জার্মানি, ফ্যাসিস্ট ইতালি ও স্পেনে ফ্রাঙ্কোর দল নিষিদ্ধ হয়েছিল, সেই একই যুক্তিতে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল আদতে কোনো রাজনৈতিক দল নয়। তারা আন্তর্জাতিক কনভেনশনের অধীনে সিভিল ও পলিটিক্যাল রাইটস পাওয়ার যোগ্য নয়। গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আদালতেই নির্ধারণ হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবে কি না।”
ফুয়াদ জানান, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চারটি গণতদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে—শাপলা চত্বরে গণহত্যা, পিলখানার হত্যাকাণ্ড, গুম-খুন ও নির্যাতনের অভিযোগ এবং অভ্যুত্থান-পরবর্তী দমনপীড়নের ঘটনা। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সরাসরি উন্মুক্ত শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব দেন তিনি—আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কি না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত