ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : দাবি করা চাঁদা না পেয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ ভবনে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে। চাঁদা না দেওয়া হলে মব সৃস্টি করে চেয়ারম্যানকে হত্যার হুমকি দেওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা আত্মগোপনে রয়েছেন। চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। আট দিন ধরে ইউনিয়ন পরিষদ ভবন তালাবদ্ধ থাকায় সরকারি সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে সেবাবঞ্চিত হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
এদিকে গত ২৪ জুন দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিকসহ আটজনের বিরুদ্ধে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ঝালকাঠি জেলা প্রশাসক এবং বরিশাল বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযুক্ত ইউপি বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ফ্যাসিস্ট সরকারের দোসর তাড়াতে স্থানীয় জনতা ইউনিয়ন পরিষদ অবরুদ্ধ করে রেখেছেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে চেয়ারম্যান অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ২২ জুন বিএনপি সভাপতি তার অনুসারীদের নিয়ে এলাকায় অস্ত্রশস্ত্রের মহড়া দেন। পরের দিন ২৩ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তিনি চাঁদা না দিলে মব সৃষ্টি করে চেয়ারম্যানের প্রাণনাশের ঘোষণা দেন। ওই ঘোষণার পর থেকে ইউপি চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন।
বিষয়টি ইউপি চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরের দিন ২৪ জুন লিখিত আকারে ইউএনও, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন। স্ব-স্ব দপ্তরে চেয়ারম্যান সোহরাব হোসেনের দাখিল করা অভিযোগ গ্রহণ করে তার অনুলিপির (রিসিভ) কপি প্রদান করা হয়।
এতে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, ‘গত ২০ জুন তারা আমার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। প্রকাশ্যেই ঘোষণা করেছেন চাঁদা না দিলে রাস্তাঘাটে আমাকে পেলে মেরে ফেলবেন, বাড়িঘর পুড়িয়ে দেবেন। তারা দলবল নিয়ে ২২ জুন অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দেন এবং ২৩ জুন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। এই কাজে স্থানীয়রা আপত্তি জানালে তাদেরও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ কাজে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিকের সঙ্গে ছিলেন তার ভাই ইকবাল মল্লিক, রিপন মল্লিক, উজ্জ্বল মল্লিক ও জসিম হাওলাদার।’
চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, ‘আট দিন অতিবাহিত হলেও এর কোনো প্রতিকার পাইনি। প্রকাশ্যে হত্যার হুমকিও দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আত্মগোপনে রয়েছি।’
দপদপিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জীবন রায় বলেন, গত ২৩ জনু স্থানীয় কয়েকজন চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেন এবং ওই দিনই তারা পরিষদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। তালাবদ্ধ থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
৩ নম্বর ওয়ার্ডের মেম্বার হারুন খন্দকার বলেন, ‘ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় জনসাধারণের সেবা কার্যত বন্ধ রয়েছে। কী কারণে তালা দেওয়া হয়েছে তা জানি না। তবে এ নিয়ে কথা বলাও এখন ঝুঁকিপূর্ণ।’
সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য আয়শা আক্তার রিনা বলেন, ‘আমি জেনেছি বিএনপির নেতা-কর্মীরাই পরিষদে তালা ঝুলিয়েছেন, এতে জনগণের কাজকর্ম বন্ধ হয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা ঝুমুর আক্তার বলেন, ‘চেয়ারম্যান বাবুল মৃধা দল-মত নির্বিশেষে কাজ করেছেন। কিন্তু এখন কিছু লোক তার বিরুদ্ধে কী জন্য এমন করছেন তা জানি না। ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় থাকায় বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে।’
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোনো চাঁদা চাইনি। ইউনিয়নের পাবলিক অবরুদ্ধ করে রেখেছেন। বিনা ভোটের চেয়ারম্যান, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর, সারা বাংলায় একজনও নেই, উনি থাকবেন কীসের জন্য?’ চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির প্রশ্নে তিনি বলেন, ‘কোয়াইট ইমপসিবল। আমার এলাকায় এসে জিজ্ঞেস করেন, প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন, নট এ সিঙ্গেল পাই- ওনাকেই নয়, ৫ আগস্টের পর কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে একটি টাকার বিষয়েও অভিযোগ আনতে পারবেন না।’
নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন, ‘কিছু ফ্যাসিস্ট তাড়াতে কিছু ত্যাগ করতে হয়। দপদপিয়া ইউনিয়নের বিষয়টি প্রশাসনিক ব্যাপার, এটি প্রশাসন দ্রুত সমাধান করবে বলে আশা করি।’
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘আমি লিখিতভাবে কোনো অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে খবর পেয়েছি কিছু লোক ইউনিয়ন পরিষদের কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছেন। সেবাপ্রত্যাশী বা অন্য কারও কাজ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক বলেন, ‘আট দিন ধরে একটি ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ অবস্থায় আছে এমন কোনো অভিযোগ কেউ করেননি। ঘটনাটি আপনার কাছ থেকে এই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে দেখছি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত