প্রযুক্তি

আপনার ফোন ট্র্যাক হচ্ছে কিনা? এখনই চেক করুন, সুরক্ষিত থাকুন!

make your phone impossible to track IPV blog 1024x683 2507041629
print news

অনলাইন ডেস্ক : আপনার অ্যান্ড্রয়েড ফোন কেউ গোপনে ট্র্যাক করছে কিনা—তা আপনি জানেন কি? অনেকেই না জেনে না বুঝে ফোনের সেটিংস এমনভাবে রেখে দেন, যার মাধ্যমে বিভিন্ন অ্যাপ, ওয়েবসাইট বা এমনকি হ্যাকাররাও গোপনে ডিভাইস ট্র্যাক করতে পারে। তবে সামান্য কিছু সেটিংস বদলেই আপনি ফোনকে করে তুলতে পারেন অনেক বেশি নিরাপদ।

একজন প্রযুক্তি কনটেন্ট ক্রিয়েটরের নতুন ভিডিওতে তুলে ধরা হয়েছে, কীভাবে আপনি নিজেই খুব সহজে এসব ট্র্যাকিং রোধ করতে পারেন এবং নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে পারেন।
১. “Unknown Tracker Alerts” চালু করুন

ফোনের Settings > Google > All Services এ যান

নিচে স্ক্রল করে “Unknown Tracker Alerts” অপশনটি খুঁজে বের করুন

এটি চালু রাখলে কোনো অজানা ডিভাইস বা অ্যাপ ফোন ট্র্যাক করার চেষ্টা করলে আপনি তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন

২. “Theft Protection” অন করে রাখুন

কেউ ফোন টান মেরে নিয়ে গেলে, ফোনটি স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে

এর জন্য আপনাকে সেটিংসে গিয়ে এই ফিচারটি চালু করতে হবে

Offline Lock ও Remote Lock অপশনগুলোও চালু রাখা উচিত—ফোন হারালে আপনি দূর থেকেই তা লক করে দিতে পারবেন

৩. “Find My Device” সক্রিয় করুন

ফোন হারালে এটি ব্যবহার করে আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন

এমনকি আইএমইআই নম্বরও বের করে নিতে পারবেন

ফোনের তথ্য রিমোটলি ডিলিট করাও সম্ভব হবে

৪. “Chrome” ও “External Media” ট্র্যাকিং বন্ধ করুন

Settings > Google > Personalize Using Shared Data এ যান

এখানে গিয়ে Chrome ও External Media ডেটা শেয়ারিং বন্ধ করে দিন

এতে করে Google আপনার তথ্য বিক্রি করার সুযোগ পাবে না

৫. “Usage & Diagnostics” অপশন বন্ধ রাখুন

এটি চালু থাকলে Google আপনার ফোনের ডেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারে

এতে ব্যাটারি দ্রুত ফুরায় ও নিরাপত্তা ঝুঁকি বাড়ে

সিকিউরিটি বাড়াতে এটি বন্ধ রাখাই ভালো

এই সহজ সেটিংসগুলো একটু সময় নিয়ে করে রাখলেই আপনার ফোন অনেক বেশি সুরক্ষিত থাকবে। আজকে আপনি হয়তো হ্যাকিংয়ের শিকার নন, কিন্তু ভবিষ্যতের জন্য এই সিকিউরিটি ব্যবস্থা অনেক বড় সাপোর্ট হতে পারে।

নিজে জানুন, নিরাপদ থাকুন—আর বন্ধুদের সাথেও এই তথ্যগুলো শেয়ার করুন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.