0d61b43c22eb2d12b0a20e8e9e16ed8d 65eb7737bfa0e অনুসন্ধানী সংবাদ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্ধশতাধিক যন্ত্রপাতি অচল

খুলনা প্রতিনিধি :খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ মেডিকেল যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। যার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।হাসপাতাল কর্তৃপক্ষের ভাষায়, মেরামতযোগ্য অচল এসব মেডিকেল যন্ত্রপাতি দ্রুত ব্যবহারোপযোগী করা না গেলে রোগীদের দুর্ভেগ দীর্ঘায়িত হবে।খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহারে খুলনা মেডিকেল কলেজ […]