কিশোরগঞ্জের চরকাটিহারী গ্রামে নিজের মাজার বানিয়ে বসবাস করছেন দয়াল ফকির!
কিশোরগঞ্জ প্রতিনিধি : মৃত্যুর আগে নিজের কবরস্থানের জায়গা নির্ধারণ করে সেখানে ‘মাজার’ ঘর বানিয়ে সেই ঘরে বসবাস শুরু করেছেন মোহাম্মদ আলী (৯০) নামে এক বৃদ্ধ। তিনি অনেকের কাছে দয়াল ফকির নামে পরিচিত।৭০ বছর আগে গাজীপুরের চানপুরের আব্দুস সামাদ চানপুরির কাছে বাইয়্যত গ্রহণ করেন দয়াল ফকির। সেই পীরের আদেশেই তিনি মৃত্যুর আগে নিজের মাজার তৈরি করেছেন […]