রাজনীতি

দেশের মানুষ গণতন্ত্রের ‘মানসকন্যা’ দেখেছে,তারা আর গণতন্ত্রের ‘মানসপুত্র’ দেখতে চায় না

image 205198 1752619809
print news

বরিশাল অফিসদেশের মানুষ আর কারো ‘গোলামি’ চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘গত দেড় দশকে জনগণের মনস্তত্ত্বে পরিবর্তন এসেছে। তারা আর গোলামি চায় না। তারা গণতন্ত্রের ‘মানসকন্যা’ দেখেছে; তারা আর গণতন্ত্রের ‘মানসপুত্র’ দেখতে চায় না।’

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জুলাই পদযাত্রার ১৫তম দিনে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে এক পথসভায় তিনি এসব কথা বলেন।বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে হাসনাত বলেন, “জনাব ফখরুল ইসলাম বলেছেন, তারেক রহমান ও বিএনপিকে নিয়ে যদি কথা বলা হয়, তাহলে সেটা নাকি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।“তাকে শ্রদ্ধা-সম্মান দেখিয়ে বলতে চাই, যখন কোনো ব্যক্তি ও দলকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়, সমালোচনার ঊর্ধ্বে রাখা হয়, সে ফ্যাসিবাদ হবে নিশ্চিত এবং নিশ্চিত।’

হাসনাত বলেন, ‘কোনো ব্যক্তি ও দল রাষ্ট্রের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের মধ্যে যে ব্যক্তি, যে রাজনৈতিক দল আসে, তারা সেবক হওয়ার জন্য আসে; মালিক হতে আসে না।’‘যারা সেবা করতে আসবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। যারা জবাবদিহিতাকে রুদ্ধ করতে চায়; তারা আরেকটি ফ্যাসিবাদের দিকে এগিয়ে যাচ্ছে।’

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব ও বরিশালের মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু।

উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদ সরোয়ার নিভা।নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে; নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

“আমরা বাংলাদেশে সহিংসমুক্ত রাজনীতি দেখতে চেয়েছি; চাঁদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছি। বাংলাদেশ দুর্নীতি, চাঁদাবাজ ও বৈষম্যমুক্ত না করে ঘরে ফিরব না।”পথসভার আগে নগরীর হাসপাতাল রোড থেকে পদযাত্রা শুরু হয়; শেষ হয় ফজলুল হক এভিনিউয়ে গিয়ে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.