রাজনীতি

জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে যান মির্জা ফখরুল

Untitled 1 Recovered 687bceb30fe1f
print news

ইত্তেহাদ নিউজ,বরিশাল :
বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকালে তাকে দেখতে ছুটে যান। এ সময় বিএনপি মহাসচিব জানান, তারেক রহমানের নির্দেশেই জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন তারা।

মির্জা ফখরুল হাসপাতালে পৌঁছে কিছু সময় জামায়াত আমিরের শয্যাপাশে কাটান। সে সময় জামায়াত আমিরকে তিনি জানান, তারেক রহমান আমিরের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে খোঁজ নিতে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন মির্জা ফখরুলকে।

উত্তরে ডা. শফিকুর রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানকে সালাম জানান।
পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। আমরা আশ্বস্ত হয়েছি। কারণ, বাংলাদেশের রাজনীতির এ ক্রিটিক্যাল মোমেন্টে আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে আমরা মনে করি।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.