হরতাল অবরোধে দেশের অর্থনীতির প্রচন্ড ক্ষতি হচ্ছে-সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান


আল হাবিব, সুনামগঞ্জ : সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, হরতাল অবরোধে দেশের অর্থনীতির প্রচন্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়ত ভুলে গেছে বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আরোও অনেক দেরি আছে। তবে এখনও শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠ পর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘণিয়ে আসবে মানুষের মাঝে আনন্দ উদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট দিবে এবং উন্নয়নের এই আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবে।বাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে সব কিছুর দাম বাড়ছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। দাম বাড়ার কিছু কারণ ও আছে সেটার ব্যাখা এখানে দিব না। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে দেশের মানুষের আয় বেড়েছে। এবং একযোগে সারা দেশে উন্নয়নের জোয়ার হওয়ার ফলে নতুন ক্রেতা ও ভোক্তা প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ায় সেই তুলনায় আমাদের আমদানি তেমন একটা হয়নি। যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে সরকার বাজার নিয়ন্ত্রণে সর্বচ্চ চেষ্টা করছে।রোববার (৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news