খুলনা বাংলাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কুলের ১১ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

বিশ্ববিদ্যালয়
print news

ফকির শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো : খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (এমবিএ) স্কুলভুক্ত ২টি ডিসিপ্লিনের মাস্টার্স ও আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১১ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আজ ০৫ নভেম্বর (রবিবার) বিকাল ৩টায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ১৬ ব্যাচের নাবিলা আনজুম (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৯), ১৭ ব্যাচের আসিফ সারভার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭) ও শাহানাজ আক্তার (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭), ১৮ ব্যাচের মাহাবুবা সিদ্দিকা (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৪) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ১৯ ব্যাচের আলমগীর হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৭)।ডিনস্ অ্যাওয়ার্ড পাওয়া আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ১৫ ব্যাচের তমালিকা বালা (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৫), ১৬ ব্যাচের সায়মা ফলিয়া (প্রাপ্ত সিজিপিএ ৩.৭৭), ১৭ ব্যাচের গায়ত্রী অদিতি মিত্র (প্রাপ্ত সিজিপিএ ৩.৮৩), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের ১৬ ব্যাচের আলমগীর হোসেন (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৩), শেখ নিয়াজুর রহমান (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৬) এবং রুকাইয়া আবিহা (প্রাপ্ত সিজিপিএ ৩.৯৪)।ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর মীর সোহরাব হোসেন। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের গায়ত্রী অদিতি মিত্র ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের শেখ নিয়াজুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানবৃন্দ, শিক্ষকবৃন্দ, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *