শিশু আয়ানের মৃত্যুর বিচারের দাবীতে বানারীপাড়ায় মানববন্ধন


রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় ঢাকার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল হাসপাতালেডাক্তারের অজ্ঞতায় সুন্নতে খৎনা করানোর ঘটনায় শিশু আয়ানের মর্মান্তুদ মৃত্যুরবিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবারসকাল সাড়ে ৯ টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে পরিবেশসুরক্ষায় সম্মিলিত কল্যাণ পরিষদ ও দেশ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এ মানববন্ধনঅনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো. রাজিব চোকদারের সভাপতিত্বেঅন্যান্যের বক্তৃতা করেন পরিবেশ সুরক্ষায় সম্মিলিত কল্যাণ পরিষদের কেন্দ্রীয়কমিটির উপদেষ্টা ও উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা একেএমআক্তারুজ্জামান,সহ-সভাপতি ফিরোজ সরদার ও সুমন সরদার,অর্থ সম্পাদক সজিবচোকদার,সদস্য মোঃ রায়হান হাওলাদার,তানিয়া আক্তার,আল-আমিন প্রমুখ। বক্তারাচিকিৎসকের অবহেলা ও অজ্ঞতায় শিশু আয়ানের এ মর্মান্তিক মৃত্যুকে প্রকান্তরেহত্যাকান্ড উল্লেখ করে সুষ্ঠ’ তদন্ত ও চিকিৎসকসহ এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলকশাস্তির দাবি জানিয়েছেন। মানববন্ধনে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরশিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্নতে খাৎনা করাতেঢাকার সাতারকুলের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটিবেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ৫ বছর বয়সী শিশু আয়ানকে। এ সময়তাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নতে খাৎনা করা হয়। পরে অপারেশনের কয়েকঘন্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে শুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পরে রোববার (৭ জানুয়ারি) দিবাগতমধ্যরাতে আয়ানকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। ৮ জানুয়ারি সোমবারতাকে রূপগঞ্জে দাফন করা হয়। এ ঘটনায় হাইকোর্টে একটি রিট করা হয়।হাইকোর্টের ওই রিটের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া
প্রতিবেদনের সুপরিশকে একধরনেরআইওয়াশবলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বানারীপাড়ায় বন্দর বাজারের কাঁচামাল ব্যবসায়ী
সমিতির সভাপতি ইউনুস সম্পাদক কামাল
বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহি বন্দর বাজারের কাঁচামাল ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৩ ফেব্রæয়ারী) রাত সাড়ে ৮টায় বন্দর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউনুস মিয়াকে সভাপতি ও মো.কামাল হোসেনকে
সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. জাহাঙ্গির হোসেন,ইদ্রিস মল্লিক ও মান্নান বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক মো. হৃদয় ও মো. এমরান,সাংগঠনিক সম্পাদক মো.জুয়েল,সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন,মো. মিঠু ও রিপন ঘরামী,দপ্তর সম্পাদক সুলতান বেপারী,সহ-দপ্তর সম্পাদক মো. জুয়েল ও মো. অলি,প্রচার সম্পাদক মনির হোসেন,সহ-প্রচার সম্পাদক মো. মানিক ও ইউপি সদস্য আনোয়ার হোসেন,কোষাধ্যক্ষ হাজী আ. খালেক,সহ-কোষাধ্যক্ষ মাসুম বেপারী,আউয়াল বেপারী ও আ.সালাম, অর্থ সম্পাদক কালু মিয়া,সহ-অর্থ সম্পাদকমো. ফুয়াদ । এছাড়া ৭৬জনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news