পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর


অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার৷সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে৷ রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি৷
যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা হলেন- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম; রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম; শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো৷ বিধি অনুযায়ী তারা অবসর সুবিধা প্রাপ্ত হবেন৷
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ব্যাপক রোষানলে পড়ে পুলিশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টানা ১৫ বছর ক্ষমতায় টিকিয়ে রাখার পেছনে বাহিনীটির ব্যাপক ভূমিকা রয়েছে বলে অভিযোগ আছে। জুলাই আন্দোলন ঠেকাতে মরিয়া ভূমিকা রাখে এই বাহিনী। শত শত মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করে পুলিশ। ফলে ৫ আগস্টের পর জনরোষে অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে পুলিশ। বেশির ভাগ থানা পুলিশশূন্য হয়ে পড়ে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কাজ অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। এছাড়া স্বৈরাচারের দোসর হিসেবে চিহ্নিত কর্মকর্তাদের অবসরেও পাঠিয়েছে সরকার।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।