সংবাদ এশিয়া

ইরান থেকে আফগান অভিবাসীদের‌ ‘জোরপূর্বক’ ফেরত পাঠানো হচ্ছে

ezgif 57a4156dfee797 687c73cbb1b2a
print news

অনলাইন ডেস্ক : ইরান থেকে আফগান অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তান। আফগান সরকারের অর্থ মন্ত্রণালয়ের কারিগরি উপমন্ত্রী আবদুল লতিফ নাজারি বলেছেন, ইরান ইসলামিক আমিরাতের (তালেবান সরকারের) সঙ্গে করা প্রতিশ্রুতি মানছে না।

শনিবার (১৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টোলো নিউজ।

তিনি বলেন, ‘দুই মাসেরও কম সময় আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ইরান সফরকালে আমি নিজেও প্রতিনিধি দলে ছিলাম। সে সময় ইরানের সঙ্গে বিভিন্ন আলোচনায় বসেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বরং যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার উল্টো চিত্র আমরা দেখেছি। ইরান থেকে এভাবে এলোমেলোভাবে আফগান অভিবাসীদের ফেরত পাঠানোর কোনো সমঝোতা হয়নি।’

এদিকে, ইরান ও পাকিস্তানে অবস্থানরত আফগান অভিবাসীরা বাড়তে থাকা চাপ ও গণ-নির্বাসনের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরানে থাকা আফগান অভিবাসী এনায়েত আলকোজাই বলেন, ‘ইরানে আফগান অভিবাসীদের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে, অভিবাসীরা হতাশ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অবস্থার উন্নতির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’

পাকিস্তানে থাকা আরেক আফগান অভিবাসী মালাক আওয়াল শিনওয়ারি জানান, ‘আফগান অভিবাসীরা চরম দুর্ভোগে আছেন। তারা কোনো কাজ বা ব্যবসা করতে পারছেন না, প্রদেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে পাঞ্জাবে আফগান অভিবাসীদের আটক করা হচ্ছে।’

এর আগে আফগান শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয় জানিয়েছিল, শুধু সোরাতান (আফগান বর্ষপঞ্জি) মাসেই ইরান থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি আফগান অভিবাসীকে জোর করে ফেরত পাঠানো হয়েছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বাধিক।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.