বিবিসি প্রধান টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টারনেসের পদত্যাগ

ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাজ্যের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেছেন। সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ডেভি পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তৈরি করা একটি তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে বিতর্কের কারণে। একইসঙ্গে বিবিসির বার্তাবিভাগের প্রধান ডেবোরা টারনেসও পদত্যাগ করেছেন।
বিবিসি জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল—‘প্যানোরামা’ অনুষ্ঠানটির একটি পর্বে ট্রাম্পের বক্তব্যকে এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিশেষত ২০২১ সালের জানুয়ারির মার্কিন ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনার প্রেক্ষিতে ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাম ফাঁস করা একটি অভ্যন্তরীণ মেমো প্রকাশ করে, যেখানে বিষয়টি বিস্তারিত উল্লেখ ছিল। মেমোটি লিখেছিলেন মাইকেল প্রেসকট, যিনি বিবিসির সম্পাদকীয় মানদণ্ড কমিটিতে উপদেষ্টা হিসেবে কাজ করতেন।
‘ট্রাম্প: আ সেকেন্ড চান্স?’ নামের তথ্যচিত্রটি গত বছর প্রচারিত হয় এবং এটি নির্মাণ করেছিল অক্টোবর ফিল্মস লিমিটেড, একটি নিরপেক্ষ প্রযোজনা প্রতিষ্ঠান।
রোববার যুক্তরাজ্যের সংস্কৃতি, ক্রীড়া ও গণমাধ্যম মন্ত্রী লিসা নন্দী মন্তব্য করেন, প্যানোরামা নিয়ে উদ্ভূত পরিস্থিতি ‘বেশ গুরুতর’। তিনি আরও বলেন, বিবিসির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘অত্যন্ত গুরুতর অভিযোগ’ উঠেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পক্ষপাতের নজির দেখা যায়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।


